Weather Today: বর্ষার ঘাটতি বাড়ছে বাংলায়, দুই বঙ্গেই ক্রমশ কমছে বৃষ্টি
দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘন্টা তীব্র ঘর্মাক্ত অস্বস্তি নিয়েই কাটাতে হবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিছু জেলায়। তবে সপ্তাহের শেষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান সামান্য বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অয়ন ঘোষাল: বৃষ্টি হচ্ছে তবে তা বিক্ষিপ্ত৷ ফলে বর্ষার ঘাটতি বাড়ল দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে জুলাই মাসের ১৯ তারিখ পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতি অব্যাহত রয়েছে। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ঘাটতি ৪৬ শতাংশ। উত্তরবঙ্গে মাঝে অতিবৃষ্টি হলেও সার্বিকভাবে এখনও পর্যন্ত ঘাটতি ৪ শতাংশ।
দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘন্টা তীব্র ঘর্মাক্ত অস্বস্তি নিয়েই কাটাতে হবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিছু জেলায়। তবে সপ্তাহের শেষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান সামান্য বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য ও লাগোয়া পাঁচ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর ফের কমতে থাকবে বৃষ্টি। দক্ষিণের মতোই পরিস্থিতি ফিরবে উত্তরে।
কলকাতায় আজ মেঘলা আকাশ থাকবে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অত্যন্ত অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতিও তৈরি হবে অতিরিক্ত আর্দ্রতার ফলে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ। বেড়েছে রাত ও দিনের তাপমাত্রাও।
এদিকে ২১ জুলাই নিয়ে সাজ সাজ রব তিলোত্তমায়৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, দিনভর ঘর্মাক্ত প্যাচপ্যাচে পরিস্থিতি থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিও হতে পারে। ফলে আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে সেদিনও
আরও পড়ুন, Durgapur: কন্ডোমে নেশা! দুর্গাপুরে দোকানের সামনে লাইন কলেজ পড়ুয়াদের