নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের শুরু থেকেই জাঁকিয়ে শীত বাংলা জুড়ে। রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমছে পারদ। কনকনে ঠান্ডায় জবুথুুবু কলকাতাবাসী। তবে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে একধাক্কায় বেশকিছুটা বাড়বে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাবে উত্তুরে হাওয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফলে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় রাতে ১ থেকে ২ ডিগ্রি বাড়বে পারদ এমনটাই খবর হাওয়া দফতর সূত্রে। তবে পশ্চিমী ঝঞ্জয়ায় বাধা পাওয়ার আগে ভেলকি দেখাচ্ছে শীত। তারই হাত ধরে দক্ষিণবঙ্গে আজও শীতের পূর্ণ আমেজ বজায় রয়েছে। বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। 


আরও পড়ুন, Zee24GhantaImpact: বিয়ে না হয়েও 'বিবাহিত'! ছাত্রীকে দ্রুত কন্যাশ্রীর আশ্বাস বিডিও-র


হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার অবধি বাংলার উত্তরের এবং দক্ষিণের সমস্ত জেলায় শুস্ক আবহাওয়া বিরাজ করবে। কিন্তু তারপর থেকেই বদলে যাবে আবহাওয়া। চড়বে তাপমাত্রার পারদ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আজ বেলা বাড়লে কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা। আপাতত আগামি ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস নেই।


ঘন কুয়াশার সর্তকতা রাজ্যে। উত্তরবঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা। চলতি শীতের মরশুমের দ্বিতীয় ইনিংসেরও আজ শীতলতম দিন। প্রসঙ্গত, জানুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকেই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বড়সড় প্রভাব ফেলতে পারে আবহাওয়ায়, এমনটাই আশঙ্কা করছিল হাওয়া অফিস। আর তারই জেরে ফের একবার উধাও হয়ে যেতে পারে শীত।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)