Weather Today: সপ্তাহের শুরুতে মুখভার আকাশের, ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
যদিও আজ ভারী বৃষ্টির কোনও সতর্কতা দেওয়া হয়নি।
নিজস্ব ্প্রতিবেদন: নিম্নচাপ যেন পিছুই ছাড়ছে না বাংলার। সপ্তাহের শুরুতেও ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকেই জেলায় জেলায় বৃষ্টি দুর্যোগ চলছে।
সোমবার সকালেও ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। যদিও আজ ভারী বৃষ্টির কোনও সতর্কতা দেওয়া হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে রবিবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। সোমবারও এই পরিস্থিতি থাকবে।
আরও পড়ুন, নিঃসঙ্গ বার্ধক্যের ঠিকানা, Siligur-তে 'সম্মানের বাড়ি'
এদিকে নিম্নচাপের জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। বৃষ্টির জেরে শীতের আমেজ থাকলেও, তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হচ্ছে না। আগামী দু’দিন রাতের তাপমাত্রায় বিশেষ বদল হবে না বলেও জানিয়েছেন তাঁরা। তবে দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।
আজ কলকাতার আকাশ মেঘলাই থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দিনের তাপমাত্রা থাকতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২০.৪ ডিগ্রির আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)