জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: নভেম্বরের শেষে শীত শীত ভাব থাকলেও ডিসেম্বর পড়তেই যেন উধাও হল শীত। বছরের শেষ অথচ হাড় কাঁপানো ঠান্ডা হাপিশ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ৭২ ঘন্টার ব্যবধানে পাঁচ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আরও ২৪ ঘণ্টা এমন থাকতে পারে৷ আকাশ পরিষ্কার থাকলেও তাপমাত্রা ৩০ থেকে ১৯ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, কেন্দ্র টাকা অনুমোদন করতেই আবাস যোজনার সমীক্ষা শুরু রাজ্যে, পাল্টা কটাক্ষ বিজেপির


নভেম্বরে যেভাবে শীতের ব্যাটিং শুরু হয়েছিল, মনে করা হয়, এ বছর রেকর্ড ঠান্ডা পড়তে পারে। গত মাসে ১৬ ডিগ্রিতেও নেমে যায় তাপমাত্রা, যা নভেম্বরের তাপমাত্রার রেকর্ড পতন হিসেবেও ধরা হয়। কিন্তু ডিসেম্বর পড়তেই উত্তুরে হাওয়ার গতি যেন রুদ্ধ। রোদের তেজ বাড়তেই তাপমাত্রাও বাড়ছে প্রবল। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, এই সপ্তাহান্ত থেকেই ঠান্ডা পড়তে পারে। তবে থাকবে আবহাওয়ার এই খামখেয়ালি স্বভাবও৷


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি হেরফের করবে না।আগামী কয়েক দিন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে জাঁকিয়ে শীতের জন্য আরও বেশ কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে৷ কলকাতা ছাড়া বাকি জেলাতে শীতের হালকা আমেজ রয়েছে।পশ্চিমের জেলাগুলিতে জমিয়ে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। উত্তুরে হাওয়ায় বাতাসে শীতের আমেজ রয়েছে কয়েকটি জেলায়৷


আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৯ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯২ শতাংশ, ন্যূনতম ৫০ শতাংশ। এর মধ্যে রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।


যদিও সপ্তাহের শেষে আবার কিছুটা পড়তে পারে শীত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে, এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


আরও পড়ুন, Students In Digha: হাবড়া থেকে সোজা দীঘা; সৈকতে রাত কাটিয়ে সমুদ্রে নামতে গিয়ে পাকড়াও ২ স্কুলপড়ুয়া


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)