নিজস্ব প্রতিবেদন:   নোয়াপাড়ায় প্রেস্টিজ ফাইটে জয়ী  তৃণমূল কংগ্রেস। ৬৩ হাজার ১৮ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুনীল সিং। তিনি পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৭২৯ ভোট। বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৮, ৭১১ ভোট। সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় পেয়েছেন ৩৫,৪৯৭ ভোট। কংগ্রেস  প্রার্থী গৌতম বসু পেয়েছেন ১০, ৫২৭ ভোট।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আরও পড়ুন: উলুবেড়িয়া উপনির্বাচন : কড়া নিরাপত্তায় চলছে ভোটগণনা, এগিয়ে তৃণমূল


কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের মৃত্যুতে নোয়াপাড়া বিধানসভা আসনটি খালি হয়। প্রার্থী নির্বাচন নিয়ে এই আসনে প্রথম থেকেই বিজেপি-তৃণমূল চাপানউতোর চরমে ওঠে। মুকুল ঘনিষ্ঠতার সুবাদে প্রথমে বিজেপির তরফে নাম উঠে আসে নোয়াপাড়ার দুবারের বিধায়ক মঞ্জু বসুর। তা ঘোষণাও করে দেওয়া হয়। শোরগোল শুরু হতেই বেঁকে বসেন মঞ্জু বসু। স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিজেপির প্রার্থী নন। তারপরও অবশ্য মঞ্জুতে আস্থা রাখেনি তৃণমূল। বিজেপিও পরে সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গত সোমবার মোটের ওপর শান্তিতেই মেটে ভোটপর্ব।


আরও পড়ুন: দৌলতাবাদে বাস দুর্ঘটনার পর অশান্তি ছড়িয়েছিল কারা? মমতার নিশানা সেই বিজেপির দিকে