নিজস্ব প্রতিবেদন: ধূপগুড়িতে ছেলেধরা সন্দেহে ৪ মহিলাকে গণপিটুনি! উদ্ধারের পর রাতভর পুলিসি জেরায় সামনে এল আসল সত্য। ওই ৪ মহিলাই নাকি  চোর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন আগের ঘটনা- ছেলেধরা সন্দেহে বিবস্ত্র করে ‘মার’দুই মহিলাকে


সোমবার ধূপগুড়ি ডাউকিমারি এলাকায় ওই ৪ মহিলা এসেছিল চুরির উদ্দেশেই, এমনটাই জানিয়েছে ওয়াকিবহাল মহল। এদের সকলের বাড়ি নিউ জলপাইগুড়ি থানা এলাকায়। এদের বিরুদ্ধে আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে। ৪ মহিলাকেই গ্রেফতার করে জলপাইগুড়ি আদালতে তোলা হলে ২জনকে ৪ দিন পুলিসি হেফাজতেই থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।


আরও পড়ুন- রাস্তায় স্ত্রীকে রোমিওদের অপমান, বাড়ি ফিরে দম্পতি যা করলেন...


ওই ৪ মহিলার বিরুদ্ধে অভিযোগ, গত ২২ তারিখ ধূপগুড়ি ডাউকিমারি বাজারে একটি দোকান থেকে কাপড় চুরি করে তারা। গতকালও এমনই উদ্দেশ্য ছিল তাদের। পুলিশি জেরার মুখে সে কথা স্বীকারও করে নিয়েছে তারা। একই সঙ্গে ওই ৪ মহিলাকে মারধরের ঘটনায় ফুটেজ সংগ্রহ করে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস।


আরও পড়ুন- অফিসে সহকর্মীকে দিনের পর দিন যৌনহেনস্থা


গুজবের জেরে জলপাইগুড়ি-তে  ঘনঘন গণপিটুনির ঘটনায় এবার নড়েচড়ে বসলো জেলা পুলিসও। মারধর গুজবে কান দিয়ে কাউকে মারধর করে আইন হাতে তুলে নিলে খুনের মামলা রুজু করা হবে। সাংবাদিক সম্মেলন ডেকে সাফ জানিয়ে দিলেন জেলা পুলিস সুপার।