নিজস্ব প্রতিবেদন:  বড়মার অন্ত্যেষ্টি নিয়ে ঠাকুরবাড়িতে টানাপোড়েন। আজ না কাল, কবে হবে অন্ত্যেষ্টি? এখনও সেই প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠেছে। দ্বন্দ্ব মেটাতে বসছে বৈঠক। বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, কবে হবে  বড়মার অন্ত্যেষ্টি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের পরিবারের দাবি, আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার বড়মার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। যদিও মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃণমূল পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, শরীরে পচন ধরেছে। তাই বুধবারই অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হোক।


বড়মার নাতি শান্তনু ঠাকুর স্পষ্ট জানিয়ে দেন,  আজ দাহ হবে  না বড়মার দেহ।  তিনি চান,  বহু দূর দূরান্ত থেকে ভক্তরা শ্রদ্ধা জানাতে আসছেন। তাঁদের সুযোগ দেওয়া হোক।  দ্বন্দ্ব মেটাতে বৈঠক বসছে। তাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও পড়ুন: মতুয়াদের অধিকার ও বড়মা, অবসান একটা যুগের


জানা গিয়েছে, বড়মার  মুখাগ্নি করবেন একমাত্র জীবিত সন্তান মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।  পরবর্তী মতুয়া প্রধান কে হবেন, সে ব্যাপারেও এদিন আভাস দিয়ে রাখলেন শান্তনু ঠাকুর। তিনি জানিয়েছেন, ভোটের মাধ্যমেই নির্বাচিত হবে কে হবে পরবর্তী মতুয়া প্রধান।


আরও পড়ুন: শেষযাত্রায় বড়মা, রাষ্ট্রীয় মর্যাদায় আজ শেষকৃত্য


স্বামী প্রমথরঞ্জন ঠাকুরের সমাধির কাছেই বীণাপাণি দেবীর অন্ত্যেষ্টি হবে। গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, গান স্যালুটে বিদায় জানানো হবে বড়মাকে।  ঠাকুরবাড়ির বাড়িতে সকাল থেকেই ভক্তদের ভিড়। সকলেই চাইছেন বড়মাকে শেষবারের মতো দেখতে। যশোর রোডের দুধারে অপেক্ষায় অগণিত মানুষ।


বড়মা বীণাপাণি ঠাকুরের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা। টুইটারে  তিনি লেখেন, বড়মা বীণাপাণি ঠাকুরের প্রয়াণে আমরা শোকস্তব্ধ। এই শোকের মুহূর্তে, ওনার পরিবার এবং মতুয়া সম্প্রদায়ের ভাই ও বোনেদের জানাই আমার সমবেদনা। গত নভেম্বর মাসে, বড়মা-র জন্মশতবার্ষিকী  উপলক্ষে ওনার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার। ওনাকে বঙ্গ বিভূষণ সম্মান দিতে পেরে আমরা গর্বিত। ওনার আত্মার শান্তি কামনা করি।