ওয়েব ডেস্ক : আধুনিক চিকিত্‍সাশাস্ত্রে উল্লেখ নেই। উল্লেখ নেই কবিরাজিতেও। কোনও কিছুর পরোয়া না করেই ওষুধ হিসেবে বিকোচ্ছে সাদা মাখন। সোনারপুরে মিষ্টির দোকানে মিষ্টির পাশাপাশি পক্সের দাগ সারানোর ওষুধ হিসাবে সাদা মাখন বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে বিজ্ঞাপন দিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পক্সের চিকিত্‍সায় সাদা মাখন। শুনেই অবাক হচ্ছেন  চিকিত্‍সকরা। চিকিত্‍সাশাস্ত্রে এরকম সাদা মাখন ব্যবহারের কোনও হদিশ নেই বলে জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞে। সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়েই চলছে পক্সের দাওয়াই হিসেবে সাদা মাখনের রমরমা কারবার।


দোকানের নেই কোনও ট্রেড লাইসেন্স। নেই দমকলের লাইসেন্স। অথচ পুরসভার নাকের ডগায় এই দোকান থেকেই বিকোচ্ছে পক্সের দাওয়াই হিসেবে সাদা মাখন। অভিযোগ, এই দোকানের অন্যান্য মিষ্টিতেও ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রং।


আরও পড়ুন, পড়ুয়াদেরকে হুমকি দেওয়ার অভিযোগ মানতে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ