নিজস্ব প্রতিবেদন: কে দিলীপ ঘোষ? যিনি গরুর দুধে সোনা খুঁজে পান? রবিবার দিলীপের পাল্টা মন্তব্যে এমনই কটাক্ষের সুর শোনা গেল মহম্মদ সেলিমের গলায়। অন্যদিকে, দিলীপ ঘোষের উদ্দেশে সুজন চক্রবর্তীর মন্তব্য, যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অনুব্রত মন্ডলের মতোই কথা বলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিয়মিত প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সঙ্গে সেরে নেন জনসংযোগও। রবিবারও বিরোধী দল নিয়ে একাধিক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। সিপিএমকেও এদিন একহাত নেন তিনি। 


আরও পড়ুন: অনেক সেলিব্রিটি করোনা নিয়ে এসেছে, এখন একটা সার্কেলে ঢুকে যাচ্ছে, বিগবি নিয়ে দিলীপের মন্তব্য


তাঁর কথায়, “সিপিএম যুবদের এনেও কোনও লাভ হবে না। দলকে ত্যাগ করেছে মানুষ। রাজ্যে হিংসার জনক সিপিএম।”  পাশাপাশি ইউজিসি-র সিদ্ধান্ত নিয়ে দিলীপের যুক্তি, গোটা দেশে পরীক্ষা হলে এ রাজ্যের পড়ুয়ারা বঞ্চিত হবে কেন? অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, এই সরকারের হাতে ছেলেমেয়র হাতে ভবিষ্যত ছাড়বেন না।


আরও পড়ুন: ভূতের ভয়ে মৃত্যু নাকি ভূত সেজে খুন? ১০ বছরের বালিকার হঠাৎ মৃত্যুতে ঘনীভূত রহস্য


এখানেই শেষ নয়, এদিন বিগ-বি অসুস্থতা নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি,  অমিতাভ বচ্চন বয়স্ক মানুষ। প্রথম দিকে অনেক সেলিব্রিটিই নিয়ে এসেছেন করোনা। এখন একটা সার্কেলে ঢুকে যাচ্ছে। ওনার সুস্থতা কামনা করি।