নিজস্ব প্রতিবেদন : ভাদু শেখের খুনের (Bhadu Seikh Murder) তদন্তভার হাতে নেওয়া নিয়ে কেন্দ্রের দুই আইনজীবীর ভিন্ন সওয়াল। শেষে এক সুরে মিলল দু'জন। ভাদু শেখ খুনের তদন্তের দায়িত্ব নিয়ে এজলাসে চরম মতবিরোধ কেন্দ্রীয় আইনজীবীদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুরের বক্তব্য, প্রথম মামলার দায়িত্ব নিয়ে কাজ শুরুর পর ১০ দিন কেটে গেছে। এখন আবার নতুন মামলা কী ভাবে নেবেন! এতদিনে ভাদু শেখ খুনের সব তথ্যপ্রমাণ মুছে গেছে। কেন আগেই একবারে দেওয়া হয়নি। যদিও সেখানে দাঁড়িয়ে সিবিআইয়ের হয়ে কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন, বগটুই গণহত্যার তদন্তে সেখানে সিবিআই দল রয়েছে। ইতিমধ্যে টাওয়ার ডাম্পিং পদ্ধতিকে কাজে লাগিয়ে তদন্ত চলছে। ফলে ভাদু শেখ খুনের তদন্ত হাতে নিতে কোনও আপত্তি নেই। যদিও শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল জানান, আদালত নির্দেশ দিলে তবেই সিবিআই তদন্ত করবে।


প্রসঙ্গত,  রামপুরহাটের বগটুই গ্রামে ৮ জনকে পুড়িয়ে  মারার ঘটনার তদন্ত করতে সিবিআইকে (CBI) নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Kolkata High Court)। প্রশ্ন উঠছে যে, দুটি ঘটনার তদন্তভার দুটি ভিন্ন সংস্থা বা দলের হাতে থাকলে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত কি আদৌ সম্ভব হবে? সেক্ষেত্রে ভাদু শেখের খুনের তদন্তভারও সিবিআই-এর হাতে দেওয়ার দাবি উঠেছে। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। পাশাপাশি উপপ্রধান খুন হওয়া এবং ঘরে আটকে রেখে পুড়িয়ে মারা, এই দুটি অপরাধের মধ্যে সময়ের তারতম্য মাত্র ঘণ্টা দেড়েক। এমনকি উপপ্রধান ভাদু শেখকে যেখানে খুন করা হয়েছিল, সেখান থেকে দ্বিতীয় ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১ কিলোমিটার। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, দুটি ঘটনার তদন্তভার দুটি ভিন্ন সংস্থা বা দলের হাতে থাকলে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত কি আদৌ সম্ভব হবে?


অন্যদিকে, ইতিমধ্যেই ভাদু শেখ খুনের তদন্তে সামনে এসেছে যে, খোদ SP-র কাছেই নিরাপত্তা চেয়েছিলেন ভাদু! CBI-র হাতে এসেছে সেই বিস্ফোরক চিঠি। পুলিসি নিরাপত্তা চেয়ে খোদ পুলিস সুপারকে চিঠি দিয়েছিলেন ভাদু শেখ, তাও আবার গত বছরের জানুয়ারি মাসে! তাহলে কেন ব্যবস্থা নেওয়া হল না? ভাদুর চিঠির পর কেন অতিরিক্ত পুলিস বা SDPO-র কাছে রিপোর্ট চাইলেন না পুলিস সুপার? উঠছে একাধিক প্রশ্ন।


আরও পড়ুন, Bhangar: অসংলগ্ন অবস্থায় গৃহবধূ ও পরিচিত, স্কুল শিক্ষকের বাড়িতে হোটেলের মত রুম নম্বর! যা চলছিল সেখানে...


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)