ওয়েব ডেস্ক: সুপারি কিলারকে দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। কাঠগড়ায় কাটোয়ার এক স্কুল শিক্ষক। শেষমেষ প্রতিবেশীদের মারের চোটে যাবতীয় অপরাধ কবুল করেছেন তিনি। গত উনিশে জুলাই কাটোয়ার পানুহাটের দিঘীর পাড় এলাকায় উদ্ধার হয় মৌমিতা ঘোষের দেহ।  জানা যায় তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এরপরই মৌমিতার স্বামী উজ্জ্বল ভাস্কর ঘোষকে জেরা শুরু করেন প্রতিবেশীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পরিবারের প্রেমে আপত্তি, মালদায় আত্মঘাতী কিশোর-কিশোরী


কথায় উঠে আসে একাধিক অসঙ্গতি। প্রতিবেশীরা মারধর করাতেই সুপারি কিলারের কথা স্বীকার করে নেন ভাস্কর। এরপরই পুলিসের হাতে তুলে দেওয়া হয় তাকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খুনের ঘটনার পরও রীতিমতো স্বাভাবিক আচরণ করতেন উজ্জ্বল ভাস্কর। নিয়মিত স্কুলে যেতেন পাতাইহাট উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক। ভাস্কর ঘোষের মা ছবি ঘোষকেও জেরা করেছে পুলিস। খোঁজ চলছে সুপারি কিলারের।


আরও পড়ুন  আন্দোলনের রাশ নিয়ে পাহাড়ে দড়ি টানাটানি জিএনএলএফ-মোর্চার