নিজস্ব প্রতিবেদন: চার বছর ধরে হন্যে হয়ে খোঁজার পরও কোনও সন্ধান মেলেনি সদ্দেহ শর্মার। বাড়ি লোকজনও আশা ছেড়ে দিয়েছিলেন। শেষপর্যন্ত বিধি মেনে শ্রদ্ধাশান্তিও করে ফেলা হয় তাঁর। ফলে বিধবা বেশেই থাকতে শুরু করেছিলেন তাঁর স্ত্রী। এর পরই চাঞ্চল্যকর খবর এল পশ্চিমবঙ্গ থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-যেসব দেশ কাশ্মীর নিয়ে ভারতকে সমর্থন করছে তাদের মিসাইল দিয়ে উড়িয়ে দেব: পাক মন্ত্রী


সোমবার রাতে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক যুবককে নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। এদিন এক যুবকের কাছে খাবার পয়সা চান মানসিক ভারসাম্যহীন ভিন রাজ্যের এক যুবক। সন্দেহ হওয়ায় তাকে জেরা করেন ওই যুবক। জানা যায়, তার বাড়ি বিহারে। রাস্তা হারিয়ে কাঁথিতে এসে পড়েছেন।


দফায় দফায় জেরা করে যায় যুবকের নাম সদ্দেহ শর্মা। বাড়ি বিহারের গোপালগঞ্জের যাদবপুর থানার বাগাহা গ্রামে। তাঁর একটি জটিল রেগ রয়েছে। মাসে ৪-৫ বার তার স্মৃতি সম্পূর্ণ বিলোপ হয়ে যায়। এভাবেই সে গোপালগঞ্জ থেকে হাওড়া, সেখান থেকে কাঁথি এসে পৌঁছায়।



আরও পড়ুন-বিজেপি-তৃণমূল সংঘর্ষে তুলকালাম নিমতা, তুমুল বিক্ষোভ থানায়


সব তথ্য নিয়ে খবর দেওয়া হয় গোপালগঞ্জে সদ্দেহর বাড়িতে। যোগাযোগ করা হয় কাঁথি থানার তরফে। খবর পেয়ে কাঁথি চলে আসে সদ্দেহর পরিবারের লোকজন। ছটপুজোর আগে বাড়ির ছেলেকে খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা সদ্দেহর পরিবার।