Malbazar: আতঙ্ক! হাতি যেন হিন্দি ছবির সানি দেওল! উপড়ে নিল আস্ত নলকূপ...
Malbazar: মালবাজারের মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল-সংলগ্ন বড়দিঘি চা-বাগান লোকালয়ে এসে জনবসতি এলাকায় বসানো নলকূপটি উপড়ে ফেলে হাতিটি। হাতির দল এলাকার বেশ কিছু গাছেরও ক্ষতি করে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতি যেন গদরের সানি দেওল! প্রাণীটি উপড়ে তুলে নিল খোদ টিউবওয়েল! কোথায় ঘটেছে? মালবাজার মহকুমার মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল-সংলগ্ন বড়দিঘি চা-বাগান এলাকার ঘটনা।
আরও পড়ুন: Mid day Meal: মিড ডে মিলে শুধু একটু ভাত আর তাতে সামান্য হলুদ! অবিশ্বাস্য...
মালবাজারের মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল-সংলগ্ন বড়দিঘি চা-বাগান লোকালয়ে এসে জনবসতি এলাকায় বসানো নলকূপটি উপড়ে ফেলে দেয় হাতিটি। পাশাপাশি হাতির দল এলাকার বেশ কিছু কলা ও সুপারি গাছের ক্ষতিও করে।
জানা যায়, গতকাল রবিবার রাত প্রায় দুটো নাগাদ সংলগ্ন লাটাগুড়ি জঙ্গল থেকে ৬-৭ টি হাতির একটি দল চলে আসে বড়দিঘি চা-বাগানে। সেখানে বাগানের চম্পা লাইনে থাকা নলকূপ উপড়ে ফেলে দেয় হাতি। তবে স্থানীয় মানুষের চিৎকারে হাতিগুলি বাড়িঘরের কোনও ক্ষতি করতে না পারলেও এলাকার বহু গাছের ক্ষতি করেছে। ভোর নাগাদ হাতিগুলি বড়দিঘি চা-বাগান হয়ে ফের লাটাগুড়ি জঙ্গলে চলে যায়।
আরও পড়ুন: France: মাক্রোঁর পতন! সকলকে বিস্মিত করে ছবির দেশে কবিতার দেশে কমিউনিস্টদের উত্থান...
এলাকার বাসিন্দা ভরত টোপনো বলেন, মাঝেমধ্যেই বাগানে হাতির দল ঢুকে তাণ্ডব চালায়। এলাকার একটি নলকূপ উপড়ে ফেলে দেয় হাতি। এলাকায় হাতির হানা রুখতে রাত্রে বনকর্মীদের টহলদারি দাবি করেছেন বাসিন্দারা। বন দফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।