নিজস্ব প্রতিবেদন : সরস্বতী পুজো চলে গেলেও এখনই বিদায় নিচ্ছে না শীত। চালিয়ে না খেললেও, অন্তত আরও কিছুদিন থাকবে শীতের আমেজ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনজানুয়ারি শেষেই কি শীত বিদায়? কী বলছে হাওয়া অফিস  


শুক্রবার কলকাতার পারদ উঠেছে ১৪-র কোঠায়। তবে ভোরের দিকে ভালোই ঠাণ্ডা অনুভূত শহরে। শনিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আগামী ৪৮ ঘণ্টাও তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৪-র আশেপাশেই। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ভোর এবং রাতে ঠাণ্ডা লাগবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। জেলাগুলোতেও একই রকমভাবে থাকছে শীত দাপট। বাতাসে জলীয় বাষ্প থাকায় ঘন কুয়াশা দেখা দেবে দক্ষিণের জেলাগুলিতে।