অয়ন ঘোষাল: এসে গেল রবিবারের আবহাওয়ার আপডেট। জানা গেল, আসন্ন বর্ষশেষ ও বর্ষবরণে কেমন থাকবে আবহাওয়া, শীত আদৌ পড়বে কি না, পড়লে, কতটা শীত-ই বা পড়বে ইত্যাদি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Lord Shani Zodiacs 2025: ২০২৫-য়ে শনির রোষে কারা? জেনে নিন, কোন কোন রাশি পড়তে পারেন ক্রুদ্ধ শনির কোপে...


জানা গিয়েছে, বর্ষশেষ ও বর্ষবরণে হিমেল হাওয়ার পরশ থাকবে। তবে জাঁকিয়ে বা কনকনে ঠান্ডার সম্ভাবনা এ বছর আর নেই। নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি কয়েকদিনের জন্য জাঁকিয়ে শীত পড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝায় জাঁকিয়ে শীতের পথে বাধা পড়েছে। আগামীকাল, সোমবার থেকে অনেকটা নামবে পারদ। তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। রবিবারে শিলাবৃষ্টি কালিম্পংয়ে। রবিবারে উত্তরবঙ্গের দুই জেলায় হালকা বৃষ্টি। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।


দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। 


আজ তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কমই।


কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বর্ষশেষ ও বর্ষবরণের দিনে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায়।


কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ। কাল থেকে ঝলমলে পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি। আজ রাতে ফের তা সামান্য কমবে। কাল থেকে বুধবারের মধ্যে অনেকটা কমে প্রায় স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে রাতের পারদ। বুধ বৃহস্পতিবারের মধ্যে কলকাতার পারদ ১৪ ডিগ্রি বা তারও সামান্য নীচে নামতে পারে। 


আরও পড়ুন: Horoscope Today: মেষের চ্যালেঞ্জ, বৃষের শৈথিল্য, মিথুনের সাফল্য! জেনে নিন, কেমন কাটবে আপনার দিন...


পরিসংখ্যান


রাতের তাপমাত্রা ১৫.৮ থেকে বেড়ে ১৬.৬ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯৫ শতাংশ।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)