নিজস্ব প্রতিবেদন:  কোচবিহারে সভা হবে। সভাস্থলে ঘোষণা বিজেপি নেতাদের। সভাস্থলে ধীরে ধীরে বাড়ছে ভিড়। অমিত শাহ ছাড়াই সভা হবে কোচবিহারে।  রথযাত্রা নিয়ে আপাতত চুপ থাকার নির্দেশ। রাজ্য নেতৃত্বকে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। শুক্রবার সকালে কোচবিহারের হোটেলে রুদ্ধদ্বার বৈঠকের পর এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার সকাল থেকেই কোচবিহারে বিজেপির সভা নিয়ে চলছিল টানাপোড়েন।  সভা হবে কি হবে না? তা নিয়েই কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল পদ্মশিবির।  বিজেপির রাজ্য সভাপতি প্রথম থেকেই সভা হওয়ার প্রতি আশাবাদী  ছিলেন।  দিলীপ যখন সভা হওয়ার কথা বলছেন তখন আবার উলটোসুর কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র গলায়। তাঁর কথায়,''সভা বা রথযাত্রা নিয়ে সিদ্ধান্ত নেব সকালে হাইকোর্টের রায় আসার পর''। তা নিয়েই শুরু হয় চাপান-উতোর।


সভা নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয় বঙ্গ বিজেপির মধ্যে। শেষমেশ এদিন সকালে কোচবিহারের হোটেলে রুদ্ধদ্বার বৈঠকের পরই সভা হওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্ব। তবে এদিনের সভায় থাকছেন না প্রধান চমক অমিত শাহ। সভায় উপস্থিত রয়েছেন বাবুল সুপ্রিয়, রয়েছেন রাহুল সিনহারা।