নিজস্ব প্রতিবেদন: দিনেদুপুরে ঘরে ঢুকে চুরি করেছে সোনার গহনা। এমনই সন্দেহে তুলকালাম মুর্শিদাবাদের জলঙ্গী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলঙ্গীর ঝাউদিয়া এলাকায় এক গৃহবধূ অভিযোগ করেন তাঁর বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনা-রুপোর গহনা চুরি করা হয়েছে। অভিযোগ ওঠে এক মহিলা, শিশু ও কিশোরের বিরুদ্ধে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে পাড়ার লোকজন। গৃহবধূর চিত্কারে ছুটে এসে ওই তিনজনকে ঘিরে ধরে জনতা। জমায়েতের মধ্যে থেকে এক মহিলা ওই তিনজনের কাছ থেকে কিছু জিনিস উদ্ধার হয়েছে বলে দাবি করতে থাকেন।


আরও পড়ুন-NB Industry Meet: উত্তরবঙ্গ শিল্প বৈঠকে ১০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব



এদিকে, প্রতিবেশীরা এসেই দড়ি দিয়ে বাঁধে ওই ৩ জনকে। আক্রান্ত মহিলা তাঁর সঙ্গে থাকা শিশু ও কিশোরকে বাঁচানোর চেষ্টা করলেও মারধর ঠেকাতে পারেননি। তিনজনকেই বেধড়ক মারধর করে ক্ষুব্ধ লোকজন। সত্যিই চুরি হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন করেন কেউ কেউ। বেশ কিছুক্ষণ ধরে চলে গণধোলাই। খবর যায় জলঙ্গী থানায়। সেখান থেকে পুলিস এসে উদ্ধার করে নিয়ে যায় তিনজনকে। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)