ওয়েব ডেস্ক : কটূক্তির প্রতিবাদ করে আঙুল খোয়াতে হল প্রতিবাদী মহিলাকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে তাঁর আঙুল কাটা যায়। ঘটনাটি ঘটেথে ফরাক্কায়। বর্তমানে তিনি চিকিত্‍সার জন্য হাসপাতালে ভর্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ১০ দিন পর খামারখাছি স্টেশন থেকে সরল মালগাড়ি


জানা গেছে, গতকাল ফরাক্কায় গঙ্গাস্নানে গিয়েছিলেন তিনি। ফেরার পথে কিছু দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে কটূক্তি শুরু করে। রুখে দাঁড়ানোই যেন কাল হল তাঁর জন্য। মহিলার এই আচরণ বরদাস্ত করেনি দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র নিয়ে প্রতিবাদীর ওপর ঝাঁপিয়ে পড়ে। কাটা যায় তাঁর আঙুল। তিনি চিত্‍কার শুরু করলে বেগতিক বুঝে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত মহিলাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।