নিজস্ব প্রতিবেদন : নদিয়ার চাপড়ায় বাড়িতে ঢুকে মহিলাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। স্বামীকে না পেয়ে দুষ্কৃতীরা স্ত্রীকে গুলি করে বলে অনুমান পলিসের। এই খুনের পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, বিয়ের ৬ মাসেই খুন গৃহবধূ, বদলায় শ্বশুরঘরেই কবর দিয়ে দেওয়াল তুলে দিলেন বাপের বাড়ির আত্মীয়রা


বোর্ড গড়ার সময়সীমা পার। তবুও সংঘর্ষ থামছে না। শাসকদলের গোষ্ঠীসংঘর্ষে প্রাণ গেল এবার এক মহিলার। নদিয়ার চাপড়ার হাতিশালার বাসিন্দা তাহাজুল শেখ। স্ত্রী মর্জিনা বিবি ও মা ছবি বিবি নিয়ে সংসার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে গ্রাম পঞ্চায়েত প্রধান কে হবে, তা নিয়ে ঝামেলা বাধে। সেসব নিয়ে গ্রামের পরিস্থিত উত্তপ্ত ছিল। বৃহস্পতিবার ছিল গ্রামসভা। সেখানেই আরও বড় গোল বাধে।


আরও পড়ুন, ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি, ইসলামপুরে কাণ্ডে হাইকোর্টে মামলা নিহত ছাত্রদের পরিবারের


তারপরই তাহাজুলের বাড়ি চড়াও হয় জনা কয়েক দুষ্কৃতী। তাঁকে না পেয়ে স্ত্রীকে গুলি করে খুন করে। কিন্তু, কেন এভাবে মর্জিনা বিবিকে খুন করল দুষ্কৃতীরা? তাহাজুলের দাবি শাসকদলের কোন্দল চলছিল। অপর গোষ্ঠীর কয়েকজনকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্যই হামলা চালানো হয় তাঁদের বাড়িতে। যদিও একথা মানতে রাজি নন তৃণমূলের ব্লক সভাপতি। গোটা বিষয়টি ব্যক্তিগত বচসার পরিণাম বলছেন তিনি।