নিজস্ব প্রতিবেদন : এক মহিলার দগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের  গলসিতে। এদিন গলসি থানার জাগুলিপাড়া গ্রামে রাস্তার ধারে অজ্ঞাত পরিচয় এক মহিলার পোড়া দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, পারাজ শিল্লা রোডের জাগুলিপাড়া গ্রামের বাসস্ট্যান্ড থেকে ২০০ মিটার দূরে মৃতদেহটি উদ্ধার হয়েছে। গ্রামবাসীদের দাবি, ওই মহিলাকে 'ধর্ষণ'-এর পর খুন করা হয়েছে। তারপর প্রমাণ লোপাটের জন্য গাড়ির টায়ার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে দেহ। ঘটনাস্থল থেকে মিলেছে টায়ারের পোড়া অংশ।


আরও পড়ুন, নিরপেক্ষ ভাবে ভোট করাতে যে পদক্ষেপ নেওয়া দরকার তা কমিশন নিচ্ছে না, অভিযোগ বিজেপির


এলাকাবাসীর দাবি, শুক্রবার রাতের দিকেই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা পুলিসে খবর দেওয়ার পর পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।