নিজস্ব প্রতিবেদন:  মদ্যপ যুবকদের গালিগালাজের প্রতিবাদ করায় আক্রান্ত মহিলা। ক্যানিং থানার দিঘির পাড়ের কালীমন্দির এলাকার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শ্বশুরের ঔরসেই স্ত্রীর দ্বিতীয় সন্তান! নিজের মায়ের সঙ্গে রাত কাটালেন ব্যক্তি, পরিণতি মর্মান্তিক...


বৃহস্পতিবার বিকেলে ওই মহিলার বাড়ির সামনে কয়েকজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল। প্রতিবাদ করলে মহিলাকে বেধড়ক মারধর করা হয়। বাঁচাতে এলে তাঁর স্বামী ও ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ।  আপাতত ক্যানিং মহকুমা হাসপাতালে  চিকিত্সা চলছে মহিলার।


আরও পড়ুন: পর্দাফাঁস! মোমোকাণ্ডে রাজ্যে প্রথম গ্রেফতারি, ধৃত সম্ভ্রান্ত পরিবারের মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্র! জানেন কেন তিনি করেছেন এমন কাজ?


 খবর পেয়ে ক্যানিং এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হাসপাতালে আসেন। তিনি জানান, মহিলার স্বামী তৃণমূল কর্মী। এই এলাকায় তেমন কোনও গন্ডগোল ছিল না। এখন কিছু দুষ্কৃতী এলাকায় তান্ডব চালাছে। এমনকি হাসপাতালে এসেও তারা হুমকি দিচ্ছে। এরপরেই হাসপাতালে আসে ক্যানিং থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।