চোলাই বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত গ্রামের মহিলারা
গৌরীপুরের সর্দারপাড়া এলাকায় চলে দেদার চোলাই মদ বিক্রি।
নিজস্ব প্রতিবেদন: চোলাই মদ বিক্রি করার প্রতিবাদ। বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের উত্তর গৌরিপুর সর্দারপাড়া এলাকায়।
গৌরীপুরের সর্দারপাড়া এলাকায় চলে দেদার চোলাই মদ বিক্রি। প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। চোলাই মদবিক্রেতা শুভ হালদারকে একাধিকবার সাবধানও করেছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। বরং আরও বেপরোয়া হয়ে উঠেছিল শুভ। মঙ্গলবার বিষ্ণুপুর থানায় গিয়ে শুভ হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা।
চোলাইমদ বিক্রেতা শুভ হালদার ও তার সাগরেদরা মঙ্গলবার রাতে স্থানীয় মহিলাদের বাড়িতে চড়াও হয়। ঘরে ঢুকে তাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ। প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।
এদিকে, শান্তিপুরে চোলাই মদে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে ৫ জনের। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন। নদীপথে চোলাই সরবরাহ হত বলে অভিযোগ। চোলাই বিক্রেতার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।