নিজস্ব প্রতিবেদন: মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বসিরহাট শহরে কালো পোশাক পরে মোটরবাইকে নজরদারি চালাবে পুলিসের মহিলা বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নারী সুরক্ষা আরোও মজবুত করতে, ইভটিজিং এবং শ্লীলতাহানি রুখতে কলকাতা পুলিসের উইনার্স বাহিনীর ধাঁচে জেলা পুলিসের উদ্যোগে বসিরহাটে শুরু হল উইনার্স বাহিনী। ১৩ জন মেয়েকে বিশেষ আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে মহিলা পুলিস পরিচালিত বাহিনী গঠন করা হল। এদের পরনে থাকবে কালো পোশাক, মাথায় কালো হেলমেট এবং চোখে কালো সানগ্লাস। 


শুক্রবার বসিরহাট এস পি অফিসের সামনে থেকে পতাকা নেড়ে মহিলা টহলদারি বাহিনীর সূচনা করেন এডিজি দক্ষিনবঙ্গ সিদ্ধি নাথ গুপ্ত, আই জি প্রেসিডেন্সি রেঞ্জ তন্ময় রায় চৌধুরী এবং বসিরহাট জেলা পুলিস সুপার জবি থমাস সহ পুলিস আধিকারিকরা


আরও পড়ুন: যাত্রী সহ চলন্ত অ্যাম্বুল্যান্সে আচমকা আগুন


একটি বাইকে দু জন করে মোট ছটি বাইক ঘুরবে বসিরহাট শহরে। বিশেষ করে স্কুল, কলেজ, বাজার এবং রাস্তায় ঘুরবে এরা। যেখানেই মহিলারা সমস্যায় পড়বে, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই মহিলা বাইক বাহিনী।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)