নিজস্ব প্রতিবেদন: মহিলা নিরাপত্তায় বিশেষ অ্যাপ। বানিয়ে ফেলল বোলপুরের একটি বেসরকারি পলিটেকনিক স্কুলের পড়ুয়ারা। বিপদে পড়লে এই অ্যাপই আপনার পরিচিতকে খবর পাঠাতে পারে। অ্যাপের নাম, সেফ ইন্ডিয়া। মিলবে গুগল প্লে স্টোরেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহিলা নিরাপত্তার কথা ভেবেই বিশেষ অ্যাপ, সেফ ইন্ডিয়া। পুলিস বা আপনার পরিচিতর তিনটি নম্বর যাতে থাকবে। বিপদে পড়লে, এই তিনটি নম্বরেই নোটিফিকেশন পাঠাবে  অ্যাপ।


শুধু নোটিফিকেশনই নয়। চলে যাবে লোকেশনও। আপাতত এই অ্যাপ অনলাইন কাজ করছে। অফলাইনেও যাতে এই অ্যাপকে সচল রাখা যায়, চলছে সেই চেষ্টা। ছাত্রছাত্রীদের আবেদন, থানাগুলিকে যদি এই অ্যাপের সঙ্গে যোগ করা যায়,  তাহলে আরও সুবিধা হয়।