নিজস্ব প্রতিবেদন : গাড়িতে 'অন ডিউটি আর্মি' স্টিকার লাগিয়েও শেষরক্ষা হল না। ৫০ লাখ টাকার সেগুন কাঠ সহ হাতেনাতে ধরা পড়লেন পাচারকারীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোপন সূত্রে খবর পেয়ে প্রজাতন্ত্র দিবসের সকালে ডুয়ার্সের তেলিপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালায় বনদফতর। 'অন ডিউটি আর্মি' স্টিকার লাগানো লরিটি আসা মাত্রই সেটিকে আটকানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হয় লরিচালককে। কিন্তু লরিচালক তা দেখাতে অসমর্থ হলে বাজেয়াপ্ত করা হয় লরিটি। উদ্ধার হয় কমপক্ষে ৫০ লাখ টাকার সেগুন কাঠ।


আরও পড়ুন, আত্মীয়ার সঙ্গে স্বামীর 'সম্পর্ক', সন্তান সহ আত্মঘাতী মা


এই ঘটনা গ্রেফতার করা হয়েছে সাহাদি নারায়ণ নামে ১ সিআরপিএফ জওয়ান সহ মোট ৩ জনকে। ধৃতজের জেরা করে জানা গেছে, কাঠগুলি বেঙ্গালুরুতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।