নিজস্ব প্রতিবেদন:   চিকিত্‍সা সংক্রান্ত অভিযোগ জানাতে  চান? কত নম্বর ডায়াল করতে হবে, মালদা মেডিক্যালের বাইরে সাইনবোর্ডে লেখা আছে। অথচ সেই নম্বর ডায়াল করে চরম হয়রানির শিকার হচ্ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। কেন? নম্বরটিই ভুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিয়ের ১ বছরে মেটেনি চাহিদা,  কালীপুজোর রাতে নিজের স্ত্রীকে ভরা রাস্তায় যা করলেন স্বামী


যে কোনও সরকারি হাসপাতালে চিকিত্‍সা সংক্রান্ত সমস্যা নিস্পত্তির জন্য একটি বিশেষ সেল থাকে। প্রয়োজনে কোন নম্বরে ফোন করতে হবে, তারও উল্লেখ থাকে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেও আছে। বহির্বিভাগের বাইরে সাইবোর্ডে লেখা আছে ফোন নম্বর। অথচ যখনই সেই নম্বরে ডায়াল করছেন, উল্টো দিক থেকে বলা হচ্ছে ভুল নম্বর। দয়া করে সছিক নম্বর ডায়াল করুন। যার ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন রোগী এবং তাঁদের আত্মীয়রা।


আরও পড়ুন: চা বাগানের ম্যানেজারের ওপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, তারপর...


যে কোনও মোবাইল ফোনের নম্বর হয় দশ সংখ্যার। অথচ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাইরে যে সাইনবোর্ড রয়েছে, তাতে যে নম্বর দেওয়া আছে, সেটা এগারো সংখ্যার। নয় আট শূন্য শূন্য সাত ছয় তিন দুই সাত পাঁচ পাঁচ। অর্থাত্‍ একটা সংখ্যা বেশি। ক্যামেরার সামনে কিছু না বললেও, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার অমিত দাঁ।