নিজস্ব প্রতিবেদন: সকাল হতেই এলাকাবাসীর তক্ষু চড়ক গাছ। এলাকা জুড়ে ছড়িয়ে হলুদ রঙের তরল। সাত সকালে ফোটা ফোটা হলুদ রং ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সিউড়িতে। এলাকাবাসীর অনেকেই বলছেন এটা হলুদ বৃষ্টি, কেউ বা বলছেন বৃষ্টি নয় পরিবেশ দূষণের জন্যই এমন পরিণতি হয়েছে। এই হলুদ রং স্রেফ দূষণের জের। বৃহস্পতিবার শুধু সিউড়ি নয়, এলাকার আশেপাশে বেশ কয়েকটি জায়গাতেও এমন রং-এর জল দেখা গিয়েছে শুক্রবার সকালে। আর এই রং ঘিড়েই চাঞ্চল্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজ্যে ফিরলেন দিল্লির অশান্তিতে আটকে পড়া ১১ শ্রমিক


গাছ, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, বাড়ির উঠান সর্বত্র পড়ে রয়েছে ফোটা ফোটা হলুদ রং। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতুহল তৈরি হয়েছে বিষয় নিয়ে। আসলে কী থেকে এল এই রং? বৃষ্টি, নাকি পরিবেশ দূষণের জন্য এমনটা হচ্ছে, নাকি অন্যকিছু। তবে এ বিষয়ে নানা মুনির নানা মত। অনেকেই আবার বলেছেন এটা কোন ভাইরাস হতে পারে। সবমিলিয়ে নানান কৌতূহলের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। পরিবেশবিদরা বলছেন এগুলি হলো নাইট্রাস অক্সাইড, দূষণের কারণে এমন ঘটনা ঘটে। যদিও মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে হলুদ বৃষ্টি।