নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালু না করা নিয়ে শুক্রবার থেকে লাগাতার রাজ্যকে নিশানা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি(PM-KISAN)নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন মোদী। শনিবার কাশ্মীরে আয়ূষ্মান ভারত(Ayushman Bharat)প্রকল্পের সূচনা করে বাংলায় ওই প্রকল্প চালু না করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন প্রধানমন্ত্রী(Narendra Modi)। এনিয়ে এবার সরব হল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীকে পাল্টা নিশানা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন(Derek O'Brien)।



শনিবার তৃণমূল সাংসদ টুইট করেন, 'নরেন্দ্র মোদীজি, আপনি কিছু লোককে বিনা খরচে চিকিত্সার সুয়োগ দিয়েছেন। আর রাজ্যের ১০ কোটি মানুষকে বিনা খরচে স্বাস্থ্য বিমার আওতায় এনেছে পশ্চিমবঙ্গ সরকার। এই তালিকাটা দেখুন। তাহলেই পার্থক্যটা বুঝতে  পারবেন।'


আরও পড়ুন-শুভেন্দুর ডাক, ''বাংলাকে Narendra Modi-র হাতে তুলে দিতে হবে''


একটি তালিকা প্রকাশ করে তিনি আয়ূষ্মান ভারত ও স্বাস্থ্যসাথীর তুলনা টেনেছেন ডেরেক। তৃণমূল সাংসদের দাবি-



স্বাস্থ্যসাথী( Swasthya Sathi) প্রকল্প রাজ্যে চালু করা হয় ২০১৬ সালে।


আয়ূষ্মান ভারত(Ayushman Bharat) প্রকল্প চালু হয় ২০১৮ সালে।



স্বাস্থ্যসাথী( Swasthya Sathi) প্রকল্পে রাজ্য সরকার খরচ করে ১০০ শতাংশ।


আয়ূষ্মান ভারত(Ayushman Bharat) প্রকল্পে কেন্দ্র দেয় ৬০ শতাংশ, বাকী ৪০ শতাংশ খরচ দেয় রাজ্য সরকার।



স্বাস্থ্যসাথী( Swasthya Sathi) প্রকল্পে পাওয়া যায় ৫ লাখ টাকার বিমা।


আয়ূষ্মান ভারত(Ayushman Bharat)-এ মেলে ৫ লাখ টাকার বিমা।



আয়ূষ্মান ভারত(Ayushman Bharat) পরিষেবা দেয় দেশের ৪০ শতাংশ মানুষকে। 


স্বাস্থ্যসাথী( Swasthya Sathi) প্রকল্পের সুবিধে পান রাজ্যের ১০০ শতাংশ মানুষ।



স্বাস্থ্যসাথী( Swasthya Sathi) প্রকল্পে এবছর ২০০০ কোটি টাকা খরচ করা হবে।


আয়ূষ্মান ভারত(Ayushman Bharat) প্রকল্পে ২০১৯-২০ সালের বরাদ্দের অর্ধেক খরচ করবে।



স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয় পরিবারের মহিলা সদস্যের হাতে।


আয়ূষ্মান ভারত(Ayushman Bharat) এরকম কোনও ব্যবস্থাই নেই।


আরও পড়ুন-জম্মু ও কাশ্মীরে Ayushman Bharat প্রকল্পের সূচনা অনুষ্ঠানেও বাংলাকে খোঁচা মোদীর 


উল্লেখ্য,  শনিবার জম্মু ও কাশ্মীরের জন্য Ayushman Bharat SEHAT প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। ওই অনুষ্ঠানে প্রকল্পের সুবিধের কথা বলতে গিয়ে তিনি বলেন, 'দেশের সব জায়গায় এই প্রকল্পের কার্ড দিয়ে চিকিত্সা করাতে পারবেন। দেশের ২৪০০ হাসপাতালে চিকিত্সা করানো যাবে। শুধু কলকাতায়(Kolkata)এই প্রকল্পের সুবিধে পাবেন না। কারণ পশ্চিমবঙ্গ সরকার(West Bengal)এই প্রকল্প চালু করেনি। কিছু মানুষ বুঝতে চায় না। কী আর করা যাবে।'