নিজস্ব প্রতিবেদন : প্রেমিকাকে জোর করে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে ৷ এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে সোনারপুর থানায় ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রেমিক ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত প্রেমিকের বাবাকে। অন্যদিকে, অভিযুক্তের খোঁজে গিয়ে প্রেমিকের বাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, সোনারপুর থানার চৌহাটি এলাকার বাসিন্দা মানস মন্ডলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল প্রতিবেশী যুবতী পল্লবী মন্ডলের ৷ দীর্ঘ ৫-৬ বছর ধরে যুগলের মধ্যে সম্পর্ক ছিল। এদিকে সম্প্রতি পল্লবীর বিয়ে ঠিক হয় ৷ চলতি মাসেই তার রেজিস্ট্রি হওয়ার কথা ছিল ৷ এরমধ্যেই এই ঘটনা ৷ পল্লবী মণ্ডলের বাড়ির পক্ষ থেকে প্রেমিক মানস ও তার বাবা-মায়ের বিরুদ্ধে জোর করে তাদের মেয়েকে বিষ খাওয়ানোর অভিযোগ দায়ের করা হয়েছে ৷


পরিবার তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সকলের সঙ্গে একসাথে বসে ভাত খায় পল্লবী ৷ খাওয়ার পর বোনের সাথে বাড়ির সামনে আমবাগানে যায় ৷ কিছুসময় পর বাড়িতে ফিরেও আসে ৷ বাড়িতে ফিরে আসার পরই পল্লবীকে ফোন করে ডাকে মানস৷ আমবাগানেই দেখা করতে বলে পল্লবী। অভিযোগ, সেইসময়ই পল্লবীকে জোর করে বিষ খাওয়ানো হয়।


আরও পড়ুন, হারের জন্য দায়ী, কোচবিহার জেলা সভাপতি পদ থেকে অপসারিত রবীন্দ্রনাথ ঘোষ


মানসের সঙ্গে দেখা করে বাড়িতে ঢোকার পর পল্লবীর মুখ থেকে তার বোন কটু গন্ধ পায় বলে অভিযোগ ৷ সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় সুভাসগ্রাম হাসপাতালে ৷ অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে চিত্তরঞ্জন হাসপাতালেও নিয়ে যাওয়া হয় ৷ রাতে সেখানেই মৃত্যু হয় পল্লবীর ৷