নিজস্ব প্রতিবেদন : বালির পর এবার বেলুড় স্টেশন। প্রকাশ্য দিবালোকে স্টেশনের মধ্যে যুবতীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হল এক যুবক। ঘটনাটি ঘটেছে আজ সকালে হাওড়া জেলার বেলুড় স্টেশনে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বেলুড়  স্টেশনে এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের মাঝে এক যুবতীর উপর কাঁচি হাতে আক্রমণ করে এক যুবক। আক্রান্ত ওই যুবতীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দুই যুবক। পরে গুরুতর জখম অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন, চুরি করতে এসে চুটিয়ে মদ খেল চোর! 'সাজিয়ে' রেখে গেল বোতল


এই ঘটনায় বেলুড় স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। বেলুড় জিআরপি ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেফতার করে।কী কারণে ওই যুবতীর উপর ওই যুবক চড়াও হল, তা এখনও জানা যায়নি। হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস।