নিজস্ব প্রতিবেদন: প্রতিবাদীর হাত ব্লেড দিয়ে চিরে দিল মদের ঠেকের কারবারিরা। পাড়ার মধ্যে বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করেছিলেন মেদিনীপুর শহরের বাসিন্দা সুকান্ত পাহাড়ি। আক্রোশ মেটাতে তাই তাঁর উপর হামলা চালাল দুবৃত্তরা। 
ঘটনা মেদিনীপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের। পাড়ার মধ্যে মদ বিক্রি করত কয়েকটি পরিবার। আশেপাশে রয়েছে বসত বাড়ি, স্কুল। দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেও ফল হয়নি। ওদিকে নিত্যদিন মাতালের উত্পাতে বিরক্ত হয়ে উঠেছিলেন বাসিন্দারা। অভিযোগ, পুলিশে অভিযোগ করেও ফল মেলেনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - মানহানির মামলার হুঁশিয়ারি অভিষেকের, অবস্থানে অনড় মুকুল
শুক্রবার মদ বিক্রির প্রতিবাদ করেন স্থানীয় সুকান্ত পাহাড়ি। এর পরই তাঁর ওপরে হামলা চালায় মদের ঠেকের মালিক ও তাঁর সাঙ্গপাঙ্গরা। ব্লেড দিয়ে চিরে দেওয়া হয় তাঁর হাত। সঙ্গে চলে বেধড়ক মারধর।  
ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর। মদের কারবারিদের কাছ থেকে মুচলেকা নিয়ে গোলমালের নিষ্পত্তি হয়।