নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার বীরভূমের সিউড়ির কড়িধ্যা গ্রামে উদ্ধার হয় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ। দেখা যায়, হাত-পা-গলা ও যৌনাঙ্গ কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে ওই যুবককে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, এই খুনের পিছনে রয়েছে বন্ধুপত্নীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। কিন্তু, তদন্ত শুরু হতেই ঘটনা মোড় নিল অন্যদিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, বন্ধুপত্নীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন নিহত সুব্রত অঙ্কুর। সেই সূত্র ধরে খুনের ঘটনায় তদন্তে নেমে পুলিশ প্রথমে সুব্রতর স্ত্রী ও বন্ধু সঞ্জয় মালেকে গ্রেফতার করে। কিন্তু জিজ্ঞাসাবাদের পর পুলিস জানায়, বন্ধু সঞ্জয় নির্দোষ। এরপরই সুব্রতর দূর সম্পর্কের ২ আত্মীয়কে গ্রেফতার করে পুলিস।


আরও পড়ুন, দিনের আলোয় জেলাশাসকের দফতরের ভিতরে ধরা পড়ল এই ২ ব্যক্তির 'কুকীর্তি'র ছবি!


পুলিস জানিয়েছে, সুব্রতকে খুন করেছে অমিত ও রমেশ অঙ্কুর নামে ২ আত্মীয়। অভিযুক্তরা দু'জনই নাবালক। জানা গেছে, এই দুই নাবালকের জ্যেঠুর মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল সুব্রত। সেই রাগেই সুব্রতকে খুন করে অমিত ও রমেশ।