দেবব্রত ঘোষ: কোনওরকম সুরক্ষা ছাড়াই নেমে পড়েছিলেন তেলের ট্যাঙ্কারে? নিজের জীবন দিয়ে সহকর্মীকে বাঁচালেন যুবক। দুর্ঘটনা ঘটল হাওড়ার মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েল ডিপোর বাইরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে অয়েল ট্যাঙ্কার পরিষ্কার করছিলেন পেশায় গাড়ি চালক বুবাই সাউ। এরপর আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। অচৈতন্য অবস্থায় পড়ে যান ট্যাঙ্কারের ভিতরে! তাঁকে উদ্ধার করতে যান গাড়ির খালাসি সুমিত সাউ। কিন্তু ট্যাঙ্কারে নামার পর অসুস্থ হয়ে পড়েন তিনিও। 


গুরুতর অসুস্থ অবস্থায় দু'জনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান অন্য় গাড়ির চালক ও খালাসি। তবে, সুমিতকে বাঁচানো যায়নি। বুবাইয়ের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।


আরও পড়ুন: Birbhum: ট্রেন থেকে নামতেই যুবতীকে একের পর এক ছুরির কোপ যুবকের, তোলপাড় নলহাটি


কীভাবে দুর্ঘটনা? প্রাথমিক তদন্তে অনুমান, পরিষ্কার করার আগে সম্ভবত ট্যাঙ্কারের ভালভ খুলে গ্যাস বের করা হয়নি। সেকারণেই এই বিপত্তি। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। মৌরিগ্রামেরই নিমতলার বাসিন্দা ছিলেন সুমিত। ছেলের আকস্মিক মৃত্যুতে কার্যত বাররুদ্ধ পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান মৃতের বাবা ধর্মেন্দ্র সাউ।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)