নিজস্ব প্রতিবেদন : নতুন ফোনের শখ। অনলাইনে নামি কোম্পানির ফোন অর্ডার করেছিলেন এক যুবক। কিন্তু 'ফোন' ডেলিভারি হতেই বাক্স খুলে চক্ষু চড়কগাছ হয়ে গেল যুবকের। বাক্সের মধ্যে ফোনের বদলে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বর্ধমান শহরের নতুন পল্লি এলাকার বাসিন্দা অম্লান গ্রহ। অনলাইনে ফোনের অর্ডার করেছিলেন তিনি। বেশ নামি কোম্পানির ফোন অর্ডার করেন অম্লান। ২৮ জুন দুটি মোবাইল অর্ডার করেন তিনি। পেশায় সিমেন্ট কোম্পানির ম্যানেজার অম্লান জানিয়েছেন, ৩ তারিখ 'ফোন' দুটির ডেলিভারি হয়।


কিন্তু পার্সেল প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় অম্লান গ্রহের। একটি  ফোনের প্যাকেট খুলে তিনি দেখেন, সেখানে মোবাইলের কোনও নামগন্ধ নেই। মোবাইল, চার্জার কিছু-ই নেই। মোবাইলের জায়গায় বাক্সের মধ্যে পড়ে একটি মার্বেল পাথরের টুকরো।


আরও পড়ুন, গৃহবধূর সঙ্গে পরকীয়া! যৌনাঙ্গ কাটা অবস্থায় পলাশের জঙ্গলে মিলল প্রেমিকের দেহ


এই ঘটনায় সংশ্লিষ্ট ই-কমার্স সংস্থায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। প্রসঙ্গত, অনলাইন সংস্থায় কেনা পণ্যের ক্ষেত্রে এধরনের অভিযোগ আগেও সামনে এসেছে।