টিটাগড়ে দিনে দুপুরে চলল গুলি, উত্তেজনা থামাতে ময়দানে নামতে হল RAF-কে
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন। একালায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন সতীশ। সেই জন্যই কি তাঁকে গুলিবিদ্ধ হতে হল? প্রশ্ন উঠছে।
নিজস্ব প্রতিবেদন: ফের দিনে দুপুরে গুলি চলল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার টিটাগড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজনা প্রশমনে ময়দানে নামে RAF ও কমব্যাট ফোর্স। স্থানীয় বিধায়কের দাবি, কাউন্সিলরকে না পেয়ে ওই যুবককে গুলি করেছে দুষ্কৃতীরা। অভিযুক্তদের খুঁজছে পুলিস। ঘটনায় কালা মুন্না ও ভোলা প্রসাদ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার টিটাগড়ের মুচিপাড়া তালপুকুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি ক্লাবের নির্মিয়মান কালী মণ্ডপের সামনে বসে ছিলেন সতীশ মিশ্র নামে ২২ বছরের এক যুবক। সেই সময় ২ দুষ্কৃতী হেঁটে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত সতীশকে প্রথমে ব্যারাকপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ওদিকে ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। উত্তেজনা প্রশমনে টিটাগড় থানা থেকে আসে RAF ও কমব্যাট ফোর্স। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।
মত্ত অবস্থায় মাকে মারছিল বাবা, বাঁচাতে গিয়ে বঁটির কোপ খেল মেয়ে
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন। একালায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন সতীশ। সেই জন্যই কি তাঁকে গুলিবিদ্ধ হতে হল? প্রশ্ন উঠছে। স্থানীয় বিধায়ক অর্জুন সিংয়ের অবশ্য দাবি, স্থানীয় কাউন্সিলর মণীষ শুক্লকে হত্যার পরিকল্পনা নিয়ে এসেছিল দুষ্কৃতীরা। তাকে না পেয়ে সতীশকে গুলি করে পালিয়েছে।
স্থানীয়দের বয়ান অনুযায়ী গুলি চালিয়েছে ভোলা প্রসাদ নামে এক দুষ্কৃতী। ভোলা ও তার ২ সাগরেদ মোল্লা ও সোয়াদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে বসেছে পুলিস পিকেট।