নিজস্ব প্রতিবেদন : সেলফির নেশা বহু প্রাণ কেড়েছে। কিন্তু তাতেও যে হুঁশ ফেরেনি, তার আরও একবার হাতেনাতে প্রমাণ মিলল কোচবিহারে। চলন্ত ট্রেনর সঙ্গে সেলফি তুলতে গিয়ে গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদতে অসমের বাসিন্দা বিক্রম দাস। কোচবিহারে মামারবাড়ি বেড়াতে এসেছিলেন। এদিন সকালে তুফানগঞ্জের কাছে রেললাইনের পাশে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে যান বিক্রম।


আরও পড়ুন, মতবিরোধ নেই মুকুল রায়ের সঙ্গে : দিলীপ ঘোষ


দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের ধাক্কায় লাইনের উপরই ছিটকে পড়েন তিনি। গুরুতর জখম হন বিক্রম। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। মাথায় গভীর চোট লাগে। বর্তমানে হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন বিক্রম।


আরও পড়ুন, মহাভারত-ই শিখিয়েছে হিংসার জবাব হিংসায় দিতে : দিলীপ ঘোষ


সেলফির নেশা যে অল্পবয়সীদের মধ্যে 'মারণনেশায়' পরিণত হয়েছে, এই ঘটনা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।