ওয়েব ডেস্ক: আপনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে  সারাদিনে মোটামুটি কতগুলো পোস্ট করেন?জানি বলবেন, ডিপেন্ড করে। তবে সাধারণত মানুষ সারাদিনে ফেসবুকে গোটা পাঁচেক পোস্ট করে থাকে। আচ্ছা আপনাকে এবার যদি বলি আপনি যদি ফেসবুক/টুইটার/ইনস্টাগ্রামে পোস্ট করলে টাকা পাবেন! আরে না, না। আপনি যদি বড় মাপের সেলেব্রিটি না হন তাহলে টাকা পাওয়া প্রশ্ন নেই। কিন্তু এমন একজন সেলেব আছেন যিনি তাঁর ইনস্টাগ্রামে একটা পোস্ট করলে পাবেন সাড়ে ৫ লক্ষ ডলার। মানে ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। ইনি অবশ্য যেমন তেমন সেলেব নয়, ইনি হলেন সেলেনা গোমেজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-৬৬ বছরের নায়ক, কাবালি রিলিজের আগে দু-ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেল সমস্ত টিকিট


সেলেনার সঙ্গে কোকাকোলা ও  প্যানটিনের এমন একটা মোটা টাকার চুক্তি হয়েছে, তাতে একটা বিজ্ঞাপন পোস্ট করলেই ওই রেকর্ড পরিমাণ অর্থ ঢুকে যাবে সেলেনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আসলে টিভি, সংবাদপত্র, হোর্ডিং ছাপিয়ে এখন ইউরোপ-মার্কিন মুলুকে সেলেবদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিজ্ঞাপনটা অনেক বেসি কার্যকর হচ্ছে। কারণ আম জনতা এখন টিভি, সংবাদপত্রের চেয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে অনেক বেসি সময় কাটাচ্ছে। সেলেবদের একটা পোস্ট আম জনতার ক্রয় নির্ধারণে ব্যাপক ভূমিকা নিচ্ছে। আর তাই সেলেনা, কেটি পেরি, জাস্টিন বিবার, লিওনার্দো দ্য ক্যাপ্রিও-রা তাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে মোটা টাকা রোজগার করছেন।



ক দিন আগে সেলেনা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় সেলেবের স্বীকৃতি পেয়েছেন। ইনস্টগ্রাম সমাজে আরও জনপ্রিয় সেলেনা। সেলেনার একটা ছবি তো ইনস্টগ্রামে সর্বকালের জনপ্রিয়তম ছবি হয়েছে। তাই সেলেনাই এখন ইনস্টগ্রামের সবচেয়ে হট ফেভারিট 'অ্যাড গার্ল'।