ওয়েব ডেস্ক : বাজারে এসে গেছে আইফোন সেভেন এবং আইফোন সেভেন প্লাস। সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক হলে আনুষ্ঠানিক উদ্বোধন হয় দুটি ফোনের। প্রত্যাশামতই নতুন আইফোনগুলি ফিচার্সে টেক্কা দিচ্ছে সবাইকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

থাকছে অত্যাধুনিক A10 চিপ এবং সর্বাধিক ক্লক স্পিড ২.৪ গিগা হার্ত্জ। জলে পড়লেও নতুন আইফোনের কোনও ক্ষতি হবে না বলেই দাবি অ্যাপেলের। আগের মডেলে ক্যামেরা সম্পর্কে বিস্তর অভিযোগ ছিল। সেজন্যই এবার উন্নততর ১২ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা থাকবে আইফোন সেভেন এবং সেভেন প্লাসে।


ভারতীয় বাজারে আই ফোন আসছে ৭ অক্টোবর। এখনও পর্যন্ত যা খবর, তাতে নয়া আইফোন কিনতে হলে আপনাকে কমপক্ষে ৬০ হাজার টাকা খরচ করতে হবে।