ওয়েব ডেস্ক: একটা স্মার্ট ফোনে ২টি হোয়াটস অ্যাপ, এমনটা অনেকেই ব্যবহার করেন। তবে একটা অ্যানড্রয়েড স্মার্ট ফোনে ২০টি হোয়াটস অ্যাপ! বিস্ময়কর হলেও এমনটাই হতে চলেছে। একটাই স্মার্ট ফোন আর তাতে কিনা ২০টি হোয়াটস অ্যাপ। যদিও এখনও পর্যন্ত সব হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন না।


তথ্য প্রযুক্তির বিপ্লবে হোয়াটস অ্যাপকে 'মডিফাই' করেই এই রূপে তৈরি করার ভাবনা চিন্তা চলছে।
 
তবে হোয়াটস অ্যাপের এই পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতার বিষয়টি একান্ত জরুরী। কোনও রকম স্পর্শকাতর, চাঞ্চল্য সৃষ্টিকারী তথ্যের ক্ষেত্রে ব্যবহারকারীকে হতে হবে অনেক বেশি সচেতন।