ওয়েব ডেস্ক: টেকনোলজির দুনিয়ায় জিও আর্বিভাবের পর থেকেই 4G হ্যান্ডসেটের খুব চাহিদা। যারা সবে 3G হ্যান্ডসেট সেট কিনে ফেলেছেন, তারা এখন হাত কামড়াচ্ছেন। তবে এমন একটা অ্যাপস আছে যা ব্যবহার করলে থ্রি জি ফোনকে সহজেই ফোর জি ফোন বানিয়ে দেওয়া যাবে। কীভাবে? জেনে নিন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জিও ব্যবহার করে বিল এল ২৭ হাজার টাকা!


কীভাবে অ্যাপটি ব্যবহার করবেন--
গুগল প্লে স্টোর থেকে MTK ENGINEERING MODE নামের APP-টি ডাউনলোড করুন, তারপর অ্যাপটির মেন্যুতে গিয়ে অ্যাডভান্সড সেট অ্যাপে ক্লিক করুন। অ্যাপটি ওপেন করে ইঞ্জিনিয়ারিং মোডের 'mobile specific code'। এটি আপনার হেডসেট নির্মাণকারী সংস্থার সার্ভিস সেন্টারে পাবেন। নেটওয়ার্ক মোডে গিয়ে '4G LTE, WCDMA and GSM'অপশন সিলক্ট করুন এবং সেভ করুন। মোবাইলটি একবার রিস্টার্ট করুন--


আরও পড়ুন- কোন দেশের মানুষ সব থেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন?