ওয়েব ডেস্ক: 2G বা  3G এখন পুরনো হয়ে গিয়েছে। একের পর এক চাহিদা বাড়ছে আমাদের। তাই 2G বা 3Gতে আমাদের মন ভরছে না। এখন আমাদের চাই 4G। কিন্তু 4G পেতে গেলে আপনার ফোনটিতেও তো 4G সাপোর্ট করতে হবে। অথচ বাজারে 4G সাপোর্ট করা ফোনগুলির অনেক দাম। এবার রিলায়েন্স নিয়ে এল সবচেয়ে সস্তা 4G স্মার্টফোন LYF Flame 4। এই স্মার্টফোনটিতে রয়েছে 4G এবং অন্যান্য সমস্ত ফিচার্স। অথচ দাম অন্যান্য 4G সাপোর্ট স্মার্টফোনের তুলনায় অনেক কম। এর আগে এত কম দামে 4G সাপোর্ট স্মার্টফোন বাজারে আসেনি বলে দাবি করেছে এই কোম্পানি। তাই দেরি না করে এখনই দেখে নিন এই স্মার্টফোনে কী কী ফিচার্স রয়েছে-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


 


১) রিলায়েন্সের LYF Flame 4 স্মার্টফোনটির দাম মাত্র ৩ হাজার ৯৯৯ টাকা।


২) 1.5 GHz কোয়াডকোর প্রসেসর।


৩) ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ।


৪) 4G সাপোর্ট।


৫) ১০টি আলাদা আলাদা ভারতীয় ভাষা।


৬) ডুয়েল সিম।


৭) এই ফোনের ডিসপ্লে এমনই মেটিরিয়াল দিয়ে তৈরি যে, ডিসপ্লেতে আঁচড় পড়বে না।