ওয়েব ডেস্ক : স্মার্টফোন আর নেট  ছাড়া বর্তমানকালের আধুনিক জীবন কার্যত অচল। 2G গিয়ে 3G এসেছে। এখন 3G-ও অতীত হওয়ার পথে। ইতিমধ্যেই এয়ারটেল ও ভোডাফোন বাজারে নিয়ে এসেছে তাদের 4G ইন্টারনেট পরিষেবাকে। খুব শিগগিরই এই পরিষেবা আনতে চলছে রিলায়েন্স জিও-ও। চলুন জেনে নেওয়া যাক, এখন বাজারে কী কী 4G  স্মার্টফোন হটলিস্টে রয়েছে। যেগুলির দামও আপনার সাধ্যের মধ্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) মাইক্রোম্যাক্স ইউ ইউরেকা প্লাস- দাম মাত্র ৮৯৯৯ টাকা।


ফিচার্স: ২GB  RAM, ১.৭ গিগাহার্ত্জ অক্টাকোর প্রসেসর, ব্যাটারি ২৫০০mAh, অপারেটিং সিস্টেম ললিপপ, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।



২) ইনফোকাস এম৫৩৫- দাম ৯৯৯৯ টাকা।


ফিচার্স: ২GB  RAM, কোয়াডকোর প্রসেসর, ব্যাটারি ২৬০০mAh, ললিপপ ৫.১, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।



৩) মেইজু এম২- দাম মাত্র ৬৯৯৯ টাকা।


ফিচার্স: ২GB  RAM, ১.৩ গিগাহার্ত্জ কোয়াডকোর প্রসেসর, ব্যাটারি ২৫০০mAh, ললিপপ ৫.০, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।



৪) লেনেভো এ ৬০০০ প্লাস- দাম মাত্র ৭৪৯৯ টাকা।


ফিচার্স: ২GB  RAM, ১.২ গিগাহার্ত্জ প্রসেসর, ব্যাটারি ২৩০০mAh, ললিপপ ৫.০, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল।



৫) এলইটিভি লি ১এস- দাম ১০০০০-এর একটু বেশি, ১০৯৯৯ টাকা।


ফিচার্স: ৩GB  RAM, ২.২ গিগাহার্ত্জ অক্টাকোর প্রসেসর, ব্যাটারি ৩০০০mAh, ললিপপ, রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ৫ মেগাপিক্সেল।