ওয়েব ডেস্ক: সুখবর। আইডিয়ার নতুন আইডিয়া। বিশেষ করে যারা সারাদিনের ব্যস্ততার পর রাত্রিকেই বেছে নেন ইন্টারনেটে সময় দেওয়ার জন্য, তাঁদের জন্য পকেট ফ্রেন্ডলি অফার নিয়ে এল টেলিকম সংস্থা আইডিয়া। ১ জিবি পর্যন্ত ডেটা, মাত্র ১২৫ টাকায়। ৩০ দিন পর্যন্ত এই ইন্টারনেট ডেটার মেয়াদ থাকবে। আইডিয়া ব্যবহারকারী গ্রাহক 4G এবং 3G-এই দুই ক্ষেত্রেই এই অফার ব্যবহার করার সুবিধা পাবেন। আগে এই একই পরিমাণ ইন্টারনেট ব্যবহার করতে যে খরচ করতে হত, তার থেকে ৫০% কম খরচেই তা পেয়ে যাবেন গ্রাহক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাজারে রমরমিয়ে চলছে আর যে সব টেলিকম সংস্থা তাঁদের তুলনায় এই অফার তুলনামূলক সস্তা। দিনে এবং রাতে-নেট ব্যবহার করার ক্ষেত্রেও আইডিয়া নিয়ে এসছে বিশেষ ছাড়। ৩০% খরচ বাঁচাতে পারবেন গ্রাহক।


আইডিয় কতৃপক্ষের দাবি, "বিশেষ করে কর্ম ব্যস্ত মানুষের জন্যই এই অফার। তবে এই অফার সবার জন্যই। আইডিয়া ব্যবহারকারীরা এই অফারে উপকৃত হবেন বলেই আমাদের আশা"।