ওয়েব ডেস্ক : ডেটা যুদ্ধ থামার নয়। গ্রাহকদের জন্য ভোডাফোনে এবার এক দুর্দান্ত সুবিধা। প্রিপেইড হোক কি পোস্টপেইড, ভোডাফোন গ্রাহকরা এবার পেতে চলেছেন ৯জিবি ফ্রি 4G ডেটা। কীভাবে পাবেন আপনি সেই ফ্রি ডেটা? জেনে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

- ভোডাফোন ওয়েবসাইটে যান
- ওয়েবসাইটের ডানদিকে 'অ্যামাজিং অফার্স ফর ইউ' সেকশনে যান
- এবার 'গেট ৯জিবি ফ্রি ফর ইওর নিউ স্মার্টফোন' অপশনটি ক্লিক করুন
- নির্দিষ্ট পেজটি খুলে যাবে


- নির্দিষ্ট বক্সে নিজের ভোডাফোন নম্বরটি লিখুন
- তার নীচের বক্সে SMS মারফত পাওয়া ৪ ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ডটি লিখুন
- কয়েক মিনিটের মধ্যেই অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার ৯জিবি ফ্রি ডেটা


প্রিপেইড ইউজারদের জন্য এই ফ্রি ডেটার ভ্যালিডিটি ২৮ দিন। সর্বাধিক ৩ বার এই সুবিধা উপভোগ করতে পারবেন তাঁরা। পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রেও এই অফারের ভ্যালিডিটি ৩ বার। তবে ন্যূনতম 1GB-র বেস প্যাক চালু না থাকলে, এই অফার কাজ করবে না।


আরও পড়ুন, পুরনো কয়েন বাতিল? বাজারে আসছে নয়া ২টি কয়েন!