ওয়েব ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এই পরিবারের কাছে একেবারে মাস্ট। বাড়ির সবচেয়ে বয়স্ক সদস্যের বয়স ৮০। আর সবচেয়ে ছোট জনের বয়স ৭। অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে জনসন পাঁচজন সদস্যই ফেসবুকে সব সময় অনলাইন থাকেন। লিভ ফেসবুক, ইট ফেসবুক, ব্রিথ ফেসবুক। এই স্লোগানে বিশ্বাসী জনসন পরিবার করে ফেলল অদ্ভূত এক কাজ। তারা পদবিটাই বদলে ফেলল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জনসন পরিবারের পদবী বদলে গিয়ে হল ফেসবুক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভেবে দেখুন একবার আপনার পদবী চক্রবর্তী/মুখার্জি/রায়/মণ্ডল/দাস/দত্ত/পাল যাই হোক না কেন, সেটা যদি ফেসবুক হয়ে যায়, সেটা কতটা অবাক করা হবে। জনসন থুড়ি ফেসবুক পরিবারের রোজগেরে সদস্য নীল বলছেন, ''বাড়ির সবার ফেসবুক এতটাই পছন্দ যে সবাই মিলে বসে ঠিক করলাম, এবার থেকে আমরা সমাজের কাছে ফেসবুক সদস্য হয়ে পরিয় করাব।''


নীলের কথাতেই পরিষ্কার গোটা পরিবার এখন বুঁদ ফেসবুকে। তবে এখানেই শেষ নয় মাইক্রো ব্লগিং সোশাল সাইট টুইটারও এই পরিবারের বড় পছন্দের। তাই সব সদস্যের মিডল নেম রাখা হয়েছে টুইটার। অর্থাত্‍ 'নীল জনসনের বর্তমান নাম 'নীল টুইটার জনসন'।


পরিবারের বাকি সদস্যদের নাম জোনাথন, ক্যারোল, মাইক আর অ্যান্ড্রু।