Aarogya Setu app: নতুন ফিচার, ভ্যাকসিন নিলেই Blue ticks
Aarogya Setu app-য়ে কীভাবে Vaccine Status আপডেট করবেন?
নিজস্ব প্রতিবেদন: Aarogya Setu app-য়ে একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। যা প্ল্যাটফর্মে আপনার টিকার যাবতীয় তথ্য আপডেট রাখবে। আপনি একবার আপনার ভ্যাকসিনের স্ট্যাটাস আপডেট করে দিলে অ্যাপ বাকি স্ট্যাটাস নিজের থেকেই আপডেট করতে থাকবে। যখন সম্পূর্ণ টিকা নেওয়া হয়ে যাবে তখন দুটি Blue ticks দেখাবে অ্যাপে।
Aarogya Setu app খুলুন, এরপরই শুরুতেই “Update vaccination status” ফিচারটি দেখতে পাবেন। status আপডেট করতে এই অংশে ক্লিক করুন।
তবে এই ফিচার সম্পূর্ণভাবে আপডেট নিতে সময় নিচ্ছে ১৪ দিন।
Aarogya Setu app-য়ে কীভাবে Vaccine Status আপডেট করবেন?
Step 1: আপনার স্মার্টফোনে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করুন।
Step 2: একবার আপনি লগ ইন করলে, আপনি স্ক্রিনে “Update Vaccination Status” অপশনটি নজরে আসবে। ক্লিক করুন এবং আপনার নিবন্ধিত মোবাইল নম্বরটি আবার নথিভুক্ত করুন। আপনি যদি অন্য কোনও নম্বর ব্যবহার করে COWIN এ নিবন্ধভুক্ত হন, তবে আপনাকে “Update Here” ক্লিক করতে হবে।
Step 3: এরপরে আপনি একটি ওটিপি পাবেন। যা আপনাকে নির্দিষ্ট জায়গায় নথিভুক্ত করতে হবে।