নিজস্ব প্রতিবেদন: জিও- ধাক্কায় কুপোকাত বাকি টেলিকম সংস্থাগুলি। জিও কে টেক্কা দিতে বাজারে বাকি টেলিকম সংস্থাগুলির মধ্যে যে ধুম লেগে গিয়েছে। একের পর এক চমক আনছে ভোডাফোন, এয়াটেল, আইডিয়া। এবার তাতে সামিল এয়ারসেলও। এবার গ্রাহক ধরে রাখতে আকর্ষণীয় তিনটে প্ল্যান আনল এয়ারসেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জিওকে কুপোকাতের চেষ্টা, ২ টাকায় ডেটা অফার


৮৮ টাকার প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা প্রতিদিন ১ জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা পাবেন। লোকাল ও এসটিডি উভয় ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য। এই প্ল্যানের মেয়াদ ৭ দিন।


১০৪ টাকার প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা প্রতি মিনিটে ২০ পয়সা হিসাবে সারা বছর কল করার সুবিধা পাবেন


১৯৯ টাকার প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা মাসে ২৮ জিবি ডেটা ও আনলিমিটেড লোকাল ও এসটিডি কল করতে পারবেন।


আরও পড়ুন: এসএমএস-এ নয়, গোপনীয়তার স্বার্থে আধার-সিম সংযোগ এবার স্বয়ংক্রিয়


এছাড়াও এয়ারসেল তাদের গ্রাহকদের জন্য ১৪৩ টাকার একটি প্ল্যান এনেছে। তাতে প্রতিদিন ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল ও ১০০টি মেসেজ করতে পারবেন। সেক্ষেত্রে প্রতিদিন গ্রাহকরা ২৫০মিনিট পর্যন্ত কল করতে পারবেন।