ওয়েব ডেস্ক : জিও-র ট্যারিফ প্ল্যান ঘোষণা করে দেশের টেলিকম মার্কেটে ঝড় তুলে দিয়েছিলেন মুকেশ আম্বানি। জিও সিম কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। একমাসে জিও প্রায় ১ কোটি ৬০ লাখ গ্রাহক টানতে সক্ষম হয়েছে বলে সংস্থার তরফে দাবি করা হয়। তবে হাল ছাড়তে নারাজ অন্য বড় টেলিকম সংস্থাগুলিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিওকে টেক্কা দিতে এয়ারটেল এবার দুর্দান্ত এক ডেটা ট্যারিফ প্ল্যান নিয়ে আসতে চলেছে। আনলিমিটেড ভয়েস কল (লোকাল এবং STD) ও সেইসঙ্গে ১৮জিবি 3G/4G ডেটা এবার এয়ারটেল দিচ্ছে মাত্র ২২৪৯ টাকায়। এই অফারটির ভ্যালিডিটি ২৮ দিন। এই মুহূর্তে নির্দিষ্ট কিছু গ্রাহককে দেওয়া হচ্ছে এই সুবিধা। কোন কোন গ্রাহক এই ডেটা অফার পাবেন, তা আগাম SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে কম্পানির তরফে।


এছাড়া এয়ারটেলের বাকি প্রিপেইড গ্রাহকরাও এই অফারটি পেতে পারেন। তারজন্য তাঁদের ১) এয়ারটেল স্টোরে গিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা পে করে অফারটি অ্যাক্টিভেট করতে হবে বা ২) তাঁরা USSD কোডও ব্যবহার করতে পারেন। ১২১*১# ডায়াল করে পর পর ধাপগুলি অনুসরণ করতে হবে অথবা ৩) মাইএয়ারটেল অ্যাপ-এ গিয়ে 'স্পেশাল অফার' সেকশনে যাবেন। সেখানে ২২৪৯ টাকার প্ল্যানটি সিলেক্ট করে 'OK' ক্লিক করতে হবে। পরবর্তী ৪ ঘণ্টার মধ্যে প্ল্যানটি অ্যাক্টিভেট হয়ে যাবে।


জেনে রাখুন,ক্যাশের দরকার নেই, জাস্ট এই অ্যাপগুলি ফোনে ইনস্টল করে বিন্দাস থাকুন