প্রত্যেক রিচার্জে মিলবে ৩০% বেশি ফ্রি টক-টাইম
রিলায়েন্সের জিও`র ধাক্কায় সব নেটওয়ার্কেই এখন ফ্রি কলের ফিভার। ডেটায় ৮০ শতাংশ ছাড়ের পর এবার টক টাইম রিচার্জেও আকর্ষনীয় ছাড় নিয়ে এল ভারতের সব থেকে বড় নেটওয়ার্ক কোম্পানি ভারতী এয়ারটেল। প্রত্যেক রিচার্জেই মিলবে ৩০ শতাংশ ফ্রি টক-টাইম। অর্থাৎ যে টাকা দিয়ে রিচার্জ করাবেন গ্রাহক তার থেকে ৩০ শতাংশ বেশি টক-টাইম পাবেন গ্রাহক। আরও পড়ুন- নতুন বছরে এই পরিবর্তন আনতে চলছে ফেসবুক
ওয়েব ডেস্ক: রিলায়েন্সের জিও'র ধাক্কায় সব নেটওয়ার্কেই এখন ফ্রি কলের ফিভার। ডেটায় ৮০ শতাংশ ছাড়ের পর এবার টক টাইম রিচার্জেও আকর্ষনীয় ছাড় নিয়ে এল ভারতের সব থেকে বড় নেটওয়ার্ক কোম্পানি ভারতী এয়ারটেল। প্রত্যেক রিচার্জেই মিলবে ৩০ শতাংশ ফ্রি টক-টাইম। অর্থাৎ যে টাকা দিয়ে রিচার্জ করাবেন গ্রাহক তার থেকে ৩০ শতাংশ বেশি টক-টাইম পাবেন গ্রাহক। আরও পড়ুন- নতুন বছরে এই পরিবর্তন আনতে চলছে ফেসবুক
অর্থাৎ ২০০ টাকার রিচার্জ করালে ফ্রি টক-টাইম মিলবে আরও ২০ টাকা। কিংবা আরও সহজে বললে ২০০ টাকার টক-টাইম পেতে মাত্র ১৭০ টাকার রিচার্জ করলেই হবে। যত বেশি টাকার রিচার্জ করাবেন গ্রাহক, ফ্রি টক-টাইম মিলবে ততোধিক বেশি। এছাড়াও এয়ারটেল নিয়ে আসছে ৩৪৫ টাকার একটি আকর্ষণীয় প্ল্যান, যেখানে গোটা দেশে ফ্রি ভয়েস কলের সঙ্গেই গ্রাহক পাবেন ১ জিবি ডেটা। এই এক জিবি ডেটার জন্য গ্রাহককে আলাদা করে কোনও ট্যারিফ দিতে হবে না। আরও পড়ুন- ডেটা যুদ্ধ! জিওকে টেক্কা দিয়ে এয়ারটেলের কিস্তিমাত