মাত্র ১৪৯ টাকায় প্রতিদিন মিলবে ২ জিবি ডেটা, Jio-কে টক্কর দিতে অফার আনল Airtel
জিওর বাড়বাড়ন্তে লাগাম পরতেই কোমর বেঁধে ময়দানে নামল এয়ারটেল। পুরনো গ্রাহকদের ফিরে পেতে এবার ১৪৯ টাকায় প্রতিদিন ২ জিবি করে ডেটা দেবে জানাল সংস্থাটি। এতদিন এই প্যাকে প্রতিদিন মাত্র ১ জিবি ডেটা পেতেন গ্রাহকরা।
নিজস্ব প্রতিবেদন: জিওর বাড়বাড়ন্তে লাগাম পরতেই কোমর বেঁধে ময়দানে নামল এয়ারটেল। পুরনো গ্রাহকদের ফিরে পেতে এবার ১৪৯ টাকায় প্রতিদিন ২ জিবি করে ডেটা দেবে জানাল সংস্থাটি। এতদিন এই প্যাকে প্রতিদিন মাত্র ১ জিবি ডেটা পেতেন গ্রাহকরা।
এয়ারটেলের তরফে জানানো হয়েছে, দ্বিগুণ করা হয়েছে ১৪৯ প্যাকের ডেটা লিমিট। এতদিন এই প্যাকে দিনে ১ জিবি করে ডেটা পেতেন গ্রাহকরা। এবার থেকে সেখানে প্রতিদিন ২ জিবি করে ডাটা পাবেন তারা। টানা ২৮ দিন মিলবে এই সুবিধা। ফলে মোট ৫৬ জিবি ডেটা পাবেন গ্রাকরা। ফলে ১ জিবি ডেটার দাম পড়বে ২.৬৮ টাকা। সঙ্গে মিলবে যত খুশি কল করা সুবিধা ও দিনে ১০০টি এসএমএস।
গত মাসেই ১৪৯ টাকার প্যাকে ডেটা ব্যবহারের সীমা বাড়িয়েছিল এয়ারটেল। মাস ঘুরতে না-ঘুরতে ফের সেই পথে হাঁটল তারা। এর ফলে জিওর থেকে লাভজনক হয়ে গেল এয়ারটেলের এই প্যাক।
এই পদ্ধতিতে ইনকাম ট্যাক্স ই-ফাইলিং করলে পাবেন বিশেষ সুবিধা!
জিওর ১৪৯ টাকার প্যাকে প্রতিদিন ১.৫ জিবি পর্যন্ত হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারেন গ্রাহকরা। এছাড়া যত খুশি কল ও দিনে ১০০টি করে এসএমএসের সুবিধা মেলে। ২৮ দিনের জন্য বৈধ এই প্যাক। ফলে মোট ৪২ জিবি ডেটা ব্যবহার করতে পারেন গ্রাহকরা।